১০০ দিন পেরিয়ে নতুন জুটি

By স্টার অনলাইন রিপোর্ট
23 September 2018, 11:41 AM
UPDATED 23 September 2018, 17:47 PM

একে একে ১০০ দিন পেরিয়ে এখনো প্রদর্শিত হচ্ছে নতুন জুটির ‘পোড়ামন ২’। দর্শক চাহিদার শীর্ষে রয়েছে ছবিটি। এর আগে ‘ঢাকা অ্যাটাক’ ৭৭ দিন চলছিলো বিভিন্ন সিনেমা হলে।

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়ে এখনো ১৮টি সিনেমা হলে চলছে রায়হান রাফী পরিচালিত এবং সিয়াম ও পূজা চেরি অভিনীত ‘পোড়ামন ২’।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাতে একটানা ১৫ সপ্তাহ ধরে চলছে ছবিটি। এর আগে সর্বাধিক সপ্তাহ প্রদর্শিত হওয়া ছবির মধ্যে ছিলো ‘আয়নাবাজি’। সিনেপ্লেক্সে ছবিটি চলেছিলো ২৪ সপ্তাহ। আর দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেপ্লেক্সে প্রদর্শিত হয়েছিল ১১ সপ্তাহ।

প্রথম ছবিতে অভিনয় করেই সিয়াম আহমেদ প্রশংসিত হয়েছেন। সঙ্গে ছবির নায়িকা পূজা চেরিও। সিয়াম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের ‘পোড়ামন ২’ ছবিটি এখনো ভালো যাচ্ছে। ছবিটি মুক্তির ১০০ দিন পেরিয়ে গেছে। দর্শকরা ছবিটিকে ভালোবেসে গ্রহণ করেছেন। এখনো তারা ছবিটি দেখছেন এটিই অনেক বড় পাওয়া।”

সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার আশা জানান এই অভিনেতা।