এবার নির্বাচনে পরীমণি

By স্টার অনলাইন রিপোর্ট
16 September 2018, 12:37 PM
UPDATED 16 September 2018, 18:57 PM

এবার নির্বাচনে অংশ নিতে চান চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি সবসময় সহকর্মীদের পাশে দাঁড়ানোর সুনাম রয়েছে তার। দুঃস্থ শিল্পীদের সঙ্গে রয়েছে নিয়মিত যোগাযোগ। সেই কারণে আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।

পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেকেই অনেকদিন থেকে নির্বাচন করার বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এতোদিন নিজেকে তৈরি করেছি। এখন আমি নির্বাচনে লড়াই করার জন্যে প্রস্তুত।”

“চলচ্চিত্র শিল্পীদের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখতে চাই। শিল্পী সমিতি আমাদের প্রাণের সংগঠন। এখানে নির্বাচন করার আনন্দও রয়েছে,” যোগ করেন তিনি।

তবে কোন পদে নির্বাচন করতে চান এমন প্রশ্নের জবাবে ‘মহুয়া সুন্দরী’-অভিনেত্রী জানান, “যেহেতু নির্বাচন করবো, বড় পদেই করবো।”

উল্লেখ্য, পরীমণি সর্বশেষ গিয়াসউদ্দিন সেলিম পরিচারিত ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেন।