সিনেমার কাটপিসের মাঝে পপি

By স্টার অনলাইন রিপোর্ট
13 September 2018, 07:21 AM
UPDATED 13 September 2018, 13:51 PM

যারা সিনেমা দেখেন তাদের অনেকেই এর কাটপিসের সঙ্গে পরিচিত। সেই বিষয়টিকে উপজীব্য করে ‘কাটপিছ’ নামের নতুন ছবির ঘোষণা দিলেন ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্টলুক পোস্টার।

বুলবুল বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ছবির গল্প কাটপিস সময়ের একজন নায়িকাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সেই নায়িকার অভিনয়, আত্মত্যাগ, সংগ্রাম, সফলতা, নির্মমতা, প্রেমসহ সবকিছু থাকবে এখানে। আর সেই নায়িকার চরিত্রে অভিনয় করবেন পপি।”

তিনি আরও বলেন, “এবার বেছে কাটপিসকে বিষয় হিসেবে নিয়েছি। এ কারণে আমাদের সিনেমা হলগুলো হারিয়েছে দর্শক ও আস্থা। আমার মনে হয়েছে এই গল্পটি সবাইকে জানানো প্রয়োজন। আর সঙ্গে প্রেম তো থাকছেই।”

ছবিটির পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন বুলবুল বিশ্বাস নিজেই। ‘কাটপিছ’-এর শুটিং শুরু হবে আগামী জানুয়ারিতে।