‘জ্যাম’-এ পূর্ণিমা-শুভ

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2018, 09:49 AM
UPDATED 12 September 2018, 15:56 PM

অবশেষে ‘জ্যাম’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন আরিফিন শুভ। ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন পূর্ণিমা।

গত (১১ সেপ্টেম্বর) রাতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন উল্লেখ করে আরিফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রথমে ‘জ্যাম’ ছবিটিতে অভিনয় করা নিয়ে আমার মধ্যে খানিকটা সংশয় ছিলো। আমেরিকায় যাওয়ার আগে ছবিটির অর্ধেক গল্প তৈরি ছিল। অর্ধেক গল্প শুনে তো আর অভিনয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। পরে পুরো গল্প শুনে ভালো লাগায় এখন আমি খুবই এক্সসাইটেড এই ছবিটি নিয়ে।”

‘জ্যাম’ পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর মূল গল্প রচনা করেছেন প্রয়াত চলচ্চিত্র সাংবাদিক আহমেদ জামান চৌধুরী। গত ২৩ জুলাই ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে ছবিটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিলো।

এ চলচ্চিত্রে অতিথি শিল্পী হিসেবে থাকবেন ফেরদৌস আহমেদ ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

উল্লেখ্য, প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মস ১০ বছর আগে সর্বশেষ ছবি প্রযোজনা করেছিলো। ‘জ্যাম’ ছবিটি নিয়ে দীর্ঘদিন পর আবার প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি।