সাবিলা নূর চলচ্চিত্রে

By স্টার অনলাইন রিপোর্ট
10 September 2018, 12:27 PM
UPDATED 10 September 2018, 18:33 PM

একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন নতুন প্রজন্মের মডেল-অভিনেত্রী সাবিলা নূর। ‘সাতশো টাকা’ শিরোনামের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন।

চলচ্চিত্রটিতে সাবিলার সহশিল্পী হিসেবে রয়েছেন কণ্ঠশিল্পী প্রীতম।

আগামী ১৩ সেপ্টেম্বর আইফ্লিক্সে এটি প্রকাশিত হবে।

সাবিলা নূর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প খুব মজার। যখন আমরা শুটিং করছিলাম, হাসি থামাতে পারছিলাম না। এটি গতানুগতিক হাসির ছবি না কিন্তু এটিকে আন্তর্জাতিক মানের চিত্রনাট্য বলে মনে হয়েছে।”

“নুহাশ হুমায়ূনের পরিচালনায় কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা। তার কাজের ধরন আমার কাছে অন্যরকম লেগেছে। কাজটি করে খুব ভালো লেগেছে,” যোগ করেন ‘ইউ টার্ন’ অভিনেত্রী।