মাহির নতুন খবর

By স্টার অনলাইন রিপোর্ট
10 September 2018, 10:50 AM
UPDATED 10 September 2018, 16:55 PM

নতুন খবর জানালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের আগামী জন্মদিনেই উদ্বোধন করবেন একটি ফ্যাশন হাউজ।

‘ভারা’ নামের এই ফ্যাশন হাউজে নারী, পুরুষ ও শিশুদের জন্য পোশাক থাকবে। আর পোশাকগুলো তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা। আগামী ২৭ অক্টোবর নিজের জন্মদিন যাত্রা শুরু করবে এই ফ্যাশন হাউজটি।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেক ছোট থেকেই ফ্যাশন হাউজের প্রতি দুর্বলতা ছিলো। একটু বড় হয়ে স্বপ্ন দেখতাম এমন একটা প্রতিষ্ঠানের। তাছাড়া, মনের মধ্যে ইচ্ছা ছিল কিছু নারীকে স্বাবলম্বী করার। সেই ভাবনা থেকেই এমন চিন্তা করা। বর্তমানে এর জন্য একটু সময় দিতে হচ্ছে।”

উল্লেখ্য, গত ঈদে মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’ ও ‘জান্নাত’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। কলকাতায় মুক্তি পেয়েছে ‘তুই শুধু আমার’ শিরোনামের আরেকটি ছবি।