২২ বছরের অভিমান ভুলে ঢাকায় অঞ্জু ঘোষ

By স্টার অনলাইন রিপোর্ট
7 September 2018, 10:05 AM
UPDATED 10 September 2018, 12:35 PM

Anju Ghosh
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ। ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় নায়িকা ‘বেদের মেয়ে জোসনা’-খ্যাত অঞ্জু ঘোষ দীর্ঘ ২২ বছর পর এখন ঢাকায়। তাকে ঢাকায় এনেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান দ্য ডেইলি স্টারকে জানান, সমিতির আমন্ত্রণেই গতকাল (৬ সেপ্টেম্বর) তিনি ঢাকায় এসেছেন। আগামী ৯ সেপ্টেম্বর দুপুরের পর শিল্পী সমিতিতে অঞ্জু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। জানাবেন কেন তিনি ঢাকা ছেড়েছিলেন, এতদিন কীভাবে কেটেছে ইত্যাদি।

চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে অঞ্জু ঘোষকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান জায়েদ খান।

ফরিদপুরের ভাঙ্গায় জন্ম নেওয়া অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি ঘোষ। ১৯৯৬ সালে মনের ভেতর এক অজানা কষ্ট নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তারপর কলকাতাতেই তার নিবাস।

বাংলাদেশে তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বড় ভালো লোক ছিলো’, ‘আবে হায়াত’, ‘প্রাণ সজনী’, ‘ধন দৌলত’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘রক্তের বন্দি’, ‘চন্দনা ডাকু’, ‘মর্যাদা’, ‘দায়ী কে’, ‘কুসুমপুরের কদম আলী’, ‘অবরোধ’, ‘শিকার’, ‘রঙ্গিন নবাব সিরাজউদ্দৌলা’, ‘চোর ডাকাত পুলিশ’, ‘শঙ্খমালা’ ইত্যাদি।