অ্যাকশন-থ্রিলার ছবিতে শুভ

By স্টার অনলাইন রিপোর্ট
3 September 2018, 06:43 AM
UPDATED 3 September 2018, 12:46 PM

অভিনেতা আরিফিন শুভ ‘সাপলুডু’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য গতকাল (২ সেপ্টেম্বর) চুক্তিবদ্ধ হয়েছেন। অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল।

‘সাপলুডু’ ছবির গল্প বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। পুরো ছবির শুটিংও হবে টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায়। আগামী অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানান তিনি।

আরিফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ‘সাপলুডু’ ছবির গল্পটা শুনে আমার মনে হয়েছে, দর্শক তা উপভোগ করবেন। অ্যাকশন-থ্রিলার ভিত্তিক ছবিটার গল্পে নতুন একটা ডাইমেনশন রয়েছে।”

এটি কোনো গতানুগতিক ধারার অ্যাকশন ছবি হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমি নিজেও বেশ আশাবাদী কাজটা নিয়ে। টানটান উত্তেজনার থাকবে ছবির গল্পজুড়ে।”

এদিকে, শুভ কলকাতায় ‘আহারে’ নামের একটি ছবির শুটিং শেষ করেছেন গত মে মাসে। রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।