ঢাকা মেডিকেলে অসুস্থ অভিনেত্রী নওশাবা

By স্টার অনলাইন রিপোর্ট
13 August 2018, 12:12 PM
UPDATED 13 August 2018, 18:17 PM

তথ্যপ্রযুক্তি আইনে অভিযুক্ত হয়ে রিমান্ডে থাকা মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুর সাড়ে ৩টার দিকে নওশাবাকে ঢামেকে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্র জানায়, অভিনেত্রী নওশাবাকে ঢামেকের মেডিসিন ওয়ার্ডে নিয়ে আসা হলে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন।

চিকিৎসকরা বলেন, ডিসেন্ট্রিতে আক্রান্ত নওশাবাকে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) স্ক্যান করার জন্যে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গুজব ছড়ানোর অভিযোগে গত ৪ আগস্ট রাজধানীর উত্তরা থেকে নওশাবাকে আটক করা হয়। পুলিশের মতে, তিনি বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টির জন্যে সে কাজ করেছিলেন।

এর পরের দিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১০ আগস্ট মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের নতুন করে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।