আরিফিন শুভ-কে নিয়ে কাজ করতে চান পরিচালক বিরসা দাশগুপ্ত

সুব্রত আচার্য
সুব্রত আচার্য
13 August 2018, 11:16 AM
UPDATED 13 August 2018, 17:23 PM

আরিফিন শুভ-কে নিয়ে কাজ করতে চান ‘ক্রিসক্রস’-এর পরিচালক বিরসা দাশগুপ্ত। দুই বাংলার দর্শকদের আগামীতে আরও ভাল চলচ্চিত্র উপহার দিতে চান তিনি। এর জন্য তিনি সবাইকে রাজনৈতিক ভেদাভেদ, হানাহানি ভুলে বাংলা ছবি দেখার অনুরোধ জানান।

দ্য ডেইলি স্টারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় কলকাতায় সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ক্রিসক্রস’ ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত এ কথাগুলো বলেন।

গত ১০ আগস্ট মুক্তি পেয়েছে ‘ক্রিসক্রস’। কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে ছবিটি। চার নারীর জীবনগাঁথা নিয়ে ভেঙ্কাটেশ মুভিজের ব্যানারে নির্মিত ‘ক্রিসক্রস’-এ মিস সেনের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানসহ কলকাতার অভিনেত্রী নুসরাত, মিমি সোহিনী এবং প্রিয়াঙ্কা।

ছবির পরিচালক বিরসা দাশগুপ্তের সঙ্গে কথোপকথনে জানা গেল, বাংলা সিনেমার দর্শকদের জন্য তিনি শিগগিরই নতুন প্রকল্প হাতে নিতে যাচ্ছেন। তবে সেই প্রকল্পেই বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করবেন কী না তা পরিষ্কারভাবে বলেননি। যদিও তিনি বলেন যে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর সঙ্গেই তার কাজে আগ্রহ রয়েছে।

এক প্রশ্নের উত্তরে দ্য ডেইলি স্টারকে বিরসা বলেন, “শাকিব খানকে নিয়ে সব পরিচালকই কাজ করতে চাইবেন… তবে আমি অরিফিন শুভকে নিয়েও কাজ করতে চাই।”

পরিচালকের আগ্রহের কথা শুনে ভীষণ খুশি অভিনেতা শুভ। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপে দ্য ডেইলি স্টারকে এক অডিও বার্তায় জানান, “ওনার মতো একজন পরিচালক আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছেন এটি সত্যিই আমার সৌভাগ্য। ‘আহারে’ নামের একটি চলচ্চিত্র দিয়ে কলকাতায় আমি সবে পা রেখেছি। ছবিটি এখনও মুক্তি পায়নি। আর এরই মধ্যে বিরসা দাশগুপ্ত আমাকে নিয়ে ভাবছেন- শুনে সত্যিই ভালো লাগছে।”

২০১১ সালে ‘জানি দেখা হবে’ নির্মাণ করে আলোচনায় আসেন বিরসা। গত সাত বছরে তিনি ‘গ্যাংস্টার’, ‘শুধু তোমারই জন্য’, ‘গল্প হলেও সত্যি’, ‘অভিশপ্ত নাইটি’, ‘সব ভূতুড়ে’ এই ছয়টি সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন।