টেলিভিশনে রাজ্জাকের জীবনীচিত্র

By স্টার অনলাইন রিপোর্ট
31 July 2018, 12:49 PM
UPDATED 31 July 2018, 18:52 PM

বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত হয়েছে প্রথম জীবনীচিত্র। প্রায় ৯০ মিনিটের ‘রাজাধিরাজ রাজ্জাক’ শিরোনামের এই জীবনীচিত্রটি নির্মাণ করেছেন শাইখ সিরাজ।

আগামী ২১ আগস্ট ঢাকাই সিনেমার প্রাণপুরুষ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। ঈদ উৎসবের আগে ১৭ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামের এই চলচ্চিত্রটি।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই ছবিটি নির্মাণে হাত দেন। সেখানে তিনি অকপটে বলেছেন কলকাতায় তার বেড়ে ওঠার গল্প, সেখানকার জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতি।

এছাড়াও, দুর্লভ সিনেমার অংশ ও গান চলচ্চিত্রটিতে সংযোজন করা হয়েছে। এখানে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পী, বিশেষ করে সুচন্দা, কবরী ও ববিতা।