শাকিব খানের নতুন রোমান্স!

By স্টার অনলাইন রিপোর্ট
25 July 2018, 08:31 AM
UPDATED 25 July 2018, 14:50 PM

শাকিব খানের নতুন রোমান্স কলকাতার এই সময়ের জনপ্রিয় নায়িকা নুসরাতের সঙ্গে। তবে তাদের রোমান্স করতে দেখা যায় ‘নাকাব’ সিনেমার ‘তোর হাঁটা চলা’ শিারোনামের গানটিতে।

সেই গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক ও প্রষ্মিতা পাল। প্রসেনের কথায় গানটির সুর-সংগীত করেছেন দেব সেন। এটি ছবির প্রথম গান হিসেবে প্রকাশিত হলো।

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর প্রযোজনায় নির্মিত হয়েছে ‘নাকাব’। এটি পরিচালনা করেছেন কলকাতার রাজীব বিশ্বাস।

‘নাকাব’ ছবির গল্প সম্পর্কে জানা যায়, অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। তিনি খুব সহজেই মৃত ব্যক্তির আত্মার চলাফেরা দেখতে পারেন। হঠাৎ এক আত্মার সঙ্গে দেখা হয় শাকিবের। যে কী না জীবিত অবস্থায় দুটি খুন করেছিল। আর দেখতে হুবহু তার মতো।

এদিকে খুনের কারণে শাকিবের পেছনে ছোটে পুলিশ। অন্যরকম এক চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে সেই আত্মাকে আইনের হাতে তুলে দিতে হবে তাকে।

আগামী ঈদুল আজহায় কলকাতায় মুক্তি পাবে সিনেমাটি।