‘উনি পরিচালনা ঠিক মতো বোঝেন না’

By স্টার অনলাইন রিপোর্ট
23 July 2018, 11:05 AM
UPDATED 23 July 2018, 18:02 PM

গত ১ ডিসেম্বর থেকে টানা ২৮ দিন ভারতের হায়দরাবাদ রামোজি ফিল্ম সিটিতে শুটিং হয়েছে ‘নোলক’ ছবিটির। তখন এর পরিচালক হিসেবে নাম ছিল রাশেদ রাহার। ছবিটির পরবর্তী ধাপের শুটিং করতে গত ২১ জুলাই কলকাতায় গেছে ‘নোলক’ টিম। কিন্তু, সেখানে নেই আগের পরিচালক।

এখন ‘নোলক’-এর উপদেষ্টা হিসেবে কাজ করছেন পরিচালক ইফতেখার চৌধুরী। এতে অভিনয় করছেন শাকিব খান, ববি, ওমর সানি, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ আরও অনেকেই। ছবিটি প্রযোজনা করছেন সাকিব ইরতেজা চৌধুরী সনেট।

‘নোলক’-এর নায়িকা ববি কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবির শুটিংয়ের শুরুর দিকে পরিচালকের অনেক অনিয়ম চোখে পড়েছে। তিনি তার কাজে একটুও মনোযোগী ছিলেন না। রামোজি ফিল্ম সিটিতে শুটিংয়ে তার কাজ অন্যজন করে দিয়েছেন। পরিচালনার কাজটিও তিনি ঠিকমতো বোঝেন না।”

ববির মন্তব্য, “একটি ভালো ছবি নির্মাণের জন্যই ইফতেখার চৌধুরীকে উপদেষ্টা পরিচালক হিসেবে নেওয়া হয়েছে। কেননা, দিন শেষে ভালো ছবিই মানুষ দেখতে চান।”

সবদিক ভেবে পরিচালক ইফতেখার চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছে বলে জানান ‘অ্যাকশন জেসমিন’-এর অভিনেত্রী।

‘নোলক’-এর আগের পরিচালক রাশেদ রাহা বলেন, “সিনেমাটি থেকে অন্যায়ভাবে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রযোজক সনেট আমার প্রতি অবিচার করেছন। পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে আমি বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে অভিযোগ দায়ের করেছি। এখন তাদের রায়ের দিকে তাকিয়ে আছি।”

ছবিটির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেট দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “রাশেদ রাহা অভিযোগপত্রে লিখেছেন ‘নোলক’-এর নতুন পরিচালক ইফতেখার চৌধুরী তা পুরোপুরি মিথ্যে। ‘নোলক’-এর পরিচালনা আমিই করছি। এই ছবিতে অনেক ভিএফএক্সের কাজ আছে। সেটির দায়িত্বে কাজ করছেন ইফতেখার চৌধুরী। তা এখন থেকে নয়, ছবির শুরু থেকেই তিনি যুক্ত আছেন।”

“রাহা বলেছেন ছবির শুটিং ৮০ কিংবা ৮৫ শতাংশ শেষ হয়েছে। এটিও মিথ্যে। সবকিছু বিশ্লেষণ করে দেখলাম শুটিং হয়েছে মাত্র ৫৫ শতাংশ।”

ভালো কিছু করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন সনেট।