সাংবাদিকতায় মম!

By স্টার অনলাইন রিপোর্ট
24 June 2018, 06:47 AM
UPDATED 24 June 2018, 13:09 PM

অবশেষে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমায় মায়া চরিত্রে অভিনয় শুরু করেছেন মম। গত ২১ জুন শুরু হওয়া শুটিং চলবে টানা ১৫ দিন।

রাজধানীর জোনাকী সিনেমা হলের সামনে এবং শাহবাগ এলাকায় দৃশ্যধারণের মধ্য দিয়ে মম ‘দহন’ চলচ্চিত্রের কাজ শুরু করেন। বর্তমানে বিএফডিসিতে ছবিটির শুটিং চলছে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটিতে একজন টেলিভিশন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মমকে।

জাকিয়া বারী মম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘দহন’-ছবিতে কাজ করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। আমার প্রতি পরিচালকের অগাধ বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। যে নির্মাতা আমার অভিনয়ের উপর আস্থা রাখেন তার কাজটি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করি।”

এই ছবিটি ভালো কিছু হবে বলে আশা করেন ‘দারুচিনি দ্বীপ’-খ্যাত এই অভিনেত্রী।

‘দহন’ ছাড়াও যৌথ প্রযোজিত ‘বালিঘর’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মম। অরিন্দম শীল পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।