অবশেষে মমকে নিয়েই ‘দহন’!

By স্টার অনলাইন রিপোর্ট
3 June 2018, 13:46 PM
UPDATED 4 June 2018, 17:53 PM

অভিনেত্রী বাঁধন ও পূর্ণিমা সরে যাওয়ার পর এবার রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিতে অভিনয় করার সম্ভাবনা রয়েছে মম-র। ছবিটির সঙ্গে যুক্ত কয়েকজন নির্ভরযোগ্য সূত্র তাঁর অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করছে।

চিত্রনাট্য অনুযায়ী ছবিটিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।

আগামী ৬ জুন থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক। তাঁর মতে, ‘দহন’ একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি।

ছবিটিতে সিয়ামকে দেখা যাবে নেশাগ্রস্থ যুবকের চরিত্রে। আর পূজা চেরি থাকছেন একজন গার্মেন্টসকর্মীর চরিত্রে। আরও থাকছেন ফজলুর রহমান বাবু। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

রায়হান রাফী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সাংবাদিক চরিত্রে যিনি অভিনয় করছেন তাঁর সঙ্গে চুক্তি হয়ে গেছে। চমক দিয়ে তাঁর নাম ঘোষণা করতে চাই। ছবিটি ভালো একটা কিছু হবে বলে আশা করছি।”