প্রথমবার শ্বশুরবাড়ির আঙিনায় মৌসুমী

By স্টার অনলাইন রিপোর্ট
28 May 2018, 08:17 AM
UPDATED 28 May 2018, 15:15 PM

প্রায় বিশ বছর পর শ্বশুরবাড়িতে গেলেন চিত্রনায়িকা মৌসুমী। বর-চিত্রনায়ক ওমর সানীর গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী। বিয়ের পর একবারও সেখানে যাওয়া হয়ে উঠেনি ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত অভিনেত্রীর। অবশেষে বরের সঙ্গে শ্বশুরবাড়ি ঘুরে এলেন তিনি।

ওমর সানী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি মনের মধ্যে গ্রামের বাড়িকে অনেক বেশি ধারণ করি। ছেলে-মেয়ের কাছে বরিশাল নিয়ে অনেক গল্প করি। কাজের চাপে খুব বেশি যাওয়া হয় না। এমনকি, মৌসুমীকে নিয়ে এটিই প্রথমবার যাওয়া।”

বউ নিয়ে প্রথমবারের মতো বাড়ি যাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, “মনে অনেক শান্তি পেয়েছি। অনেক পরিচিতজনদের সঙ্গে দেখা হয়েছে। মৌসুমীরও অনেক ভালো লেগেছে।”