আড়াই বছর পর নিজ আঙিনায় অপু বিশ্বাস

By স্টার অনলাইন রিপোর্ট
22 May 2018, 09:37 AM
UPDATED 22 May 2018, 15:41 PM

অবশেষে শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ থেকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। টানা তিনদিন শুটিং করবেন বিএফডিসিতে।

প্রায় আড়াই বছর পরে নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিলেন অপু। তাঁর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন বাপ্পী চৌধুরী।

অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অনেকদিন পর নিজের আঙিনায় ফিরে এলাম। এই ভালোলাগা বোঝানো সম্ভব না। ঈদের আগে কয়েকদিন শুটিং করব। ঈদের পর বাকি শুটিং করবো আশা করছি।”

“এরই মধ্যে আমার শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। বাকিটা কভার করতে পারব বলে আশা করছি,” যোগ করেন ‘কোটি টাকার কাবিন’-এর অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ মার্চ সর্বশেষ ‘পাঙ্কু জামাই’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস।