‘আমি আসলে কার হয়ে কাজ করবো!’

By স্টার অনলাইন রিপোর্ট
17 May 2018, 08:04 AM
UPDATED 17 May 2018, 15:34 PM

এবার একসঙ্গে দেখা যাবে নিরব-জলিকে। তাঁরা অভিনয় করবেন পুলিশ ও বার ড্যান্সারের চরিত্রে। সিনেমার নাম ‘অফিসার রিটার্নস’।

‘নিয়তি’-খ্যাত অভিনেত্রী জলি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘‘এই ‘অফিসার রিটার্নস’ ছবিতে আমাকে একজন বার ড্যান্সার হিসেবে দেখা যাবে। পুলিশ আর সন্ত্রসীরা তাদের হয়ে তথ্য পাচার করার কথা বলবে। কিন্তু, আমি আসলে কার হয়ে কাজ করবো- এটিই হচ্ছে এই ছবির গুরুত্বপূর্ণ বিষয়।”

‘গেম রিটার্নস’-খ্যাত অভিনেতা নিরব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটিতে এবারই প্রথম আমাকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নিজেকে সেভাবেই তৈরি করছি। আশা করছি চরিত্রটি ভালোভাবেই ফুটিয়ে তুলতে পারব।”

বন্ধন বিশ্বাস পরিচালিত ‘অফিসার রিটার্নস’-এর মহরত গতকাল (১৬ মে) সন্ধ্যায় এফডিসিতে অনুষ্ঠিত হয়। এফএনএফ ফিল্মস প্রযোজিত ছবিটির শুটিং শুরু হবে আসন্ন ঈদের পর ঢাকা এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে।