চেয়ারম্যানের মেয়ে পরীমণি!

By স্টার অনলাইন রিপোর্ট
10 May 2018, 11:01 AM
UPDATED 10 May 2018, 17:34 PM

ঈদের ছবির তালিকায় এবার যোগ হচ্ছে পরীমণি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’। শামীমুল ইসলাম শামীম পরিচালিত এই ছবিটি সম্প্রতি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে।

ছবিটিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছন কায়েস আরজু। এছাড়াও রয়েছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

পরিচালক শামীমুল ইসলাম শামীম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ঈদে অনেক বড় বড় বাজেটের ছবি মুক্তি পায়। মূলত শাকিব খানের দখলে থাকে হলগুলো। তারপরেও অন্তত ৩০টি সিনেমা হলে মুক্তি দেওয়ার চেষ্টা করবো।”

ছবির গল্পটিকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আশা করছি, ছবির গল্প ও গান দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো। আমার বিশ্বাস দর্শকদের প্রশংসা পাবে ছবিটি।”

“ছবিটিতে চেয়ারম্যানের মেয়ের চরিত্রে পরীমণি এবং আরজুকে দেখা যাবে নাপিতের ছেলের চরিত্রে,” যোগ করেন পরিচালক।