‘আহারে’ শুভ!

By স্টার অনলাইন রিপোর্ট
6 May 2018, 12:07 PM
UPDATED 6 May 2018, 18:17 PM

আরিফিন শুভ বর্তমানে কলকাতায় রয়েছেন ‘আহারে’ শিরোনামের একটি ছবির শুটিংয়ে। ছবির গল্পটি রান্না নিয়ে। ঢাকার একজন স্বনামধন্য শেফ আর কলকাতার একজন রন্ধনশিল্পীর পরিচয়, রান্না বিনিময় এবং এর মধ্য দিয়ে তাদের মধ্যে ভালো লাগা ও ভালোবাসা।

‘আহারে’ ছবিতে আরিফিন শুভ অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। ছবিটি পরিচালনা করছেন রঞ্জন ঘোষ।

আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, “এই ‘আহারে’ একেবারে অন্য রকমের ছবি। ছবির গল্প থেকে সবকিছু অন্য ধরনের। অনেককিছু জানলাম ছবিটিতে কাজ করতে গিয়ে।”

“এর আগে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করেছি। একজন গুণী অভিনেত্রী তিনি। ‘আহারে’ ছবিটি ভালো হবে বলে আশা করি,” যোগ করেন শুভ।