অনন্ত জলিলের নতুন ছবি ‘দিন-দ্য ডে’

জাহিদ আকবর
জাহিদ আকবর
2 May 2018, 10:56 AM
UPDATED 2 May 2018, 18:33 PM

অনন্ত জলিল আবার আসছেন সিনেমায়। তাঁর ছবিটির নাম হবে ‘দিন-দ্য ডে’। ২০১৯ সালের শুরুতে ছবির কাজ শুরু হবে। ছবিটিতে তাঁর বিপরীতে থাকবেন স্ত্রী-নায়িকা বর্ষা।

বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে বলে জানানো হয় সিনেমার সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির নির্মাতা, কলা-কুশলীসহ বিস্তারিত জানানো হবে।

ব্যবসায়িক ও পারিবারিক ব্যস্ততার কারণে গত তিন বছর ধরে নিজেকে চলচ্চিত্র থেকে সরিয়ে রেখেছেন তিনি।

অনন্ত জলিল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের প্রথম দিকেই নতুন ছবিটির কাজ শুরু করতে চাই। ছবিটি মুক্তি দেবো ২০১৯ সালের রোজার ঈদে।’

‘দিন-দ্য ডে’-তে কিছু ইসলামী বিষয় থাকলেও তা ইসলামী ছবি হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখানে ধর্মীয় সম্প্রীতি, সংস্কার, মুক্ত ধর্মকে মানুষের কল্যাণে ব্যবহার করার বিষয়ে কিছু বার্তা থাকবে।’