নতুন রসায়নে শাকিব-শুভশ্রী

By স্টার অনলাইন রিপোর্ট
27 April 2018, 07:23 AM
UPDATED 27 April 2018, 13:27 PM

শাকিব খান ও শুভশ্রীর নতুন রসায়ন আজ (২৭ এপ্রিল) থেকে রূপালি পর্দায় দেখতে পাবেন দর্শকরা। সাফটা চুক্তির আওতায় দেশের ১০৫টি সিনেমা হলে ‘চালবাজ’ ছবিটি মুক্তি পেয়েছে।

জয়দীপ মুখার্জি পরিচালিত ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী। আরও অভিনয় করেছেন রেবেকা, সুব্রত, আশিষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দর্শকরা ‘চালবাজ’ ছবিটি দেখার পর বলবেন, একি ছবি দেখলাম- নতুন এক শাকিব। তারা বারবার দেখতে চাইবেন ছবিটি। যেহেতু এটি বিনোদনধর্মী চলচ্চিত্র, আমার মনে হয় না যে এটি তাঁদের খারাপ লাগবে।”