নাবিলার বিয়ে

By স্টার অনলাইন রিপোর্ট
26 April 2018, 08:55 AM
UPDATED 26 April 2018, 15:00 PM

বিয়ের পিঁড়িতে বসছেন উপস্থাপিকা ও ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ঘোষণা দিয়েই পছন্দের পাত্র জোবাইদুল হককে বিয়ে করছেন তিনি।

আজ (২৬ এপ্রিল) গুলশানের একটি কনভেশন সেন্টারে তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে। গায়ে হলুদ অনুষ্ঠানের মতো আজ বিবাহোত্তর সংবর্ধনায় দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন শোবিজের মানুষরাও।

বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের পরের দিনই নবদম্পতি উড়াল দেবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। বর জোবাইদুল হকের প্রাতিষ্ঠানিক কাজে সঙ্গ দিতেই সেখানে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।

পিতার চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর সৌদি আরবেই কেটেছে নাবিলার। ২০০৬ সালে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেন তিনি। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসিত হন নাবিলা।