‘বিজলী’-কে ঘিরে ববির জিডি

By স্টার অনলাইন রিপোর্ট
9 April 2018, 12:09 PM
UPDATED 9 April 2018, 18:52 PM

পরিচালক ইফতেখার চৌধুরীর ‘বিজলী’ সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ১৩ এপ্রিল। ছবিটির নাম-ভূমিকায় অভিনয় করেছেন ববি হক। সিনেমাটির প্রযোজকও তিনি। কিন্তু, ‘বিজলী’-র মুক্তিকে কেন্দ্র করে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে জানিয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই নায়িকা।

দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে আলাপকালে আজ (৯ এপ্রিল) দুপুরে এ কথা জানান ববি হক।

তিনি বলেন, “সিনেমাটিকে যাতে আগামী ১৩ এপ্রিল মুক্তি দেওয়া না হয়, সেজন্য বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছি। আমি আসলে এখনো বুঝতে পারছি না, কেন এমনটি ঘটছে আমার সঙ্গে। তাই, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে রমনা থানায় গত শনিবার (৭ এপ্রিল) একটি জিডি করেছি। জিডি নম্বর ৪৮৪।”

‘ববস্টার ফিল্মস’ প্রযোজিত ছবিটিতে ববির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা রণবীর। আরও অভিনয় করছেন কলকাতার শতাব্দী রায়, বাংলাদেশের আহমেদ রুবেল, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান প্রমুখ।