পরীমণির ‘সোনার তরী’-তে উঠলেন যাঁরা

By স্টার অনলাইন রিপোর্ট
11 March 2018, 11:41 AM
UPDATED 11 March 2018, 22:47 PM

পরীমণি যে ‘সোনার তরী’ ভাসিয়ে দিলেন সেই তরীতে প্রথম উঠলেন অভিনেতা জায়েদ খান এবং পরিচালক শামীম আহমেদ রনী। পরীমণির প্রযোজনায় প্রথম ছবি ‘ক্ষত’-এর নায়ক ও পরিচালক তাঁরা। আর ছবিটির নায়িকা হচ্ছেন পরীমণি নিজেই।

পরীমণি তাঁর নিজের প্রযোজিত প্রথম সিনেমার ঝলক দেখালেন গত ৯ মার্চ। ছবিটির স্লোগান ‘প্রেম নয়, যন্ত্রণার গল্প’। পোস্টারে তাঁদের লুক দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।

নিজের প্রযোজিত প্রথম সিনেমা ‘ক্ষত’ প্রসঙ্গে পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার দর্শকরা অন্যরকম একটা ছবি দেখতে পারবেন। কারণ, ছবিটি ভালোবাসার কষ্ট দিয়ে পরিপূর্ণ। পুরো গল্পটা এখন বলবো না। সত্যিই, এমন গল্পের ছবি আগে কখনো হয়নি।”

জায়েদ খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন এক জায়েদ খানকে দেখবেন সবাই। এটি কোনো প্রেমের ছবি নয়, যন্ত্রণার ছবি। এ ছবির জন্য আমি প্রথমবারের মতো ন্যাড়া হয়েছি। আশা করি, ছবিটি দেখে দর্শকরা কাঁদতে কাঁদতে হল থেকে বের হবেন!”

এদিকে, পরীমণির ‘স্বপ্নজাল’ আগামী (৬ এপ্রিল) মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।