আজ ‘সোনার তরী’ ভাসাবেন পরীমণি

By স্টার অনলাইন রিপোর্ট
9 March 2018, 10:00 AM
UPDATED 9 March 2018, 16:05 PM

আজ (৯ মার্চ) সোনার তরী ভাসাবেন অভিনেত্রী পরীমণি। তাঁর সেই ‘সোনার তরী’ ভাসবে এফডিসির ৭ নম্বর ফ্লোরে বিকাল ৫ টায়।

পরীমণি তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন সোনার তরী মাল্টিমিডিয়া। এর চেয়ারম্যান পদে থাকছেন তিনি।

এর মধ্যে সবকিছু গোছগাছ করে ফেলেছেন তিনি। বিকালে আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিষ্ঠানটির লোগো উন্মোচন করা হবে। পাশাপাশি ছবি ও পরিচালকের নামও ঘোষণা করবেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ঠিক করা হয়েছে।

উল্লেখ্য, পরীমণি অভিনীত এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত যৌথ প্রযোজিত ছবি ‘স্বপ্নজাল’ মুক্তির অপেক্ষায় রয়েছে।