তৌকীরের ‘ফাগুন হাওয়া’-য় নায়ক সিয়াম, নায়িকা কে?

By স্টার অনলাইন রিপোর্ট
28 February 2018, 10:30 AM
UPDATED 28 February 2018, 16:41 PM

তৌকীর আহমেদের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ। ছবির নাম ‘ফাগুন হাওয়া’। ছবিটির নায়িকা হিসেবে বিদ্যা সিনহা মিম-এর নাম শোনা গেলেও পরিচালক এমন প্রশ্নের জবাবে চুপচাপ থাকছেন।

তবে ছবিটির নির্মাণের সব পস্তুতি শেষ। চিত্রনাট্য তৈরি, কলাকুশলী বাছাই হয়ে গেছে। আগামী মাসেই এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ।

সিয়াম আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এটা আমার জন্য ভীষণ ভালোলাগার একটা ঘটনা। তৌকীর ভাইয়ার ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। ছোটবেলায় তাঁর অভিনয় দেখে মুগ্ধ হতাম। তাঁর মতো একজন নির্মাতার সঙ্গে কাজ করতে পারলে আমি অনেক কিছু শেখার সুযোগ পাবো।”

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করবেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদ।