এবার মিমের নায়ক জিৎ

By স্টার অনলাইন রিপোর্ট
22 February 2018, 11:43 AM
UPDATED 22 February 2018, 17:53 PM

এবার কলকাতার জিৎ-এর সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ছবির নাম ‘সুলতান’। ছবিটিতে আরো থাকছেন আমান রেজা, নাদের চৌধুরী এবং কলকাতার প্রিয়াঙ্কা সরকার।

ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন আবদুল আজিজ এবং রাজা চন্দ। এটি যৌথভাবে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া এবং নায়ক জিৎ-এর প্রযোজনা সংস্থা জিৎ এন্টারটেইনমেন্ট।

বিদ্যা সিনহা মিম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগেও আমি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছি। কলকাতার সোহমের সঙ্গে ‘ব্ল্যাক’-এ কাজ করতে গিয়ে যৌথ আয়োজনের ছবিতে কাজ করার মধুর অভিজ্ঞতা হয়েছে। এবার সুপারস্টার জিৎ-এর সঙ্গে কাজ করবো এটা ভাবতেই ভালো লাগছে।”

রোমান্টিক-অ্যাকশন ধর্মী ছবি ‘সুলতান’ চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে জানা গেছে।