‘২৭০ জন শিল্পী অভিযুক্ত’

By স্টার অনলাইন রিপোর্ট
18 February 2018, 11:18 AM
UPDATED 18 February 2018, 18:27 PM

আজ (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পী সমিতিতে আলাপকালে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, শিল্পী সমিতি থেকে অযোগ্য এবং বিতর্কিত সদস্যদের বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত শিল্পীদের তালিকা তৈরি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জায়েদ খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “দীর্ঘদিন ধরে যেসব শিল্পীর কারণে সমিতির স্বাভাবিক কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচন ব্যাহত হচ্ছে তাদেরকেই রাখা হয়েছে বাতিলের তালিকায়।”

তিনি জানান, “চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৬২৪ জন। এর মধ্যে অভিযুক্ত কিংবা সন্দেহভাজন ২৭০ জনের বিষয়ে সমিতি নতুন করে সিদ্ধান্ত নিবে।”

সমিতির সাধারণ সম্পাদকের মতে, “অভিযুক্ত ২৭০ জনের বেশিরভাগের যোগ্যতা নেই বলে প্রমাণ পাওয়া গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের প্রত্যেকের সঙ্গে পর্যায়ক্রমে সাক্ষাৎকারের আয়োজন করেছেন সমিতির নেতা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।”

তাঁর মন্তব্য, “সমিতির সদস্যপদ নিয়ে এতোকাল অনেক অনিয়ম হয়েছে। অনেক সদস্য রয়েছেন যারা একটি সিনেমাও করেননি। অভিযোগ রয়েছে- অনেকেই টাকার বিনিময়ে সদস্য হয়েছেন। এমন আরও অনেক বিব্রতকর ঘটনা রয়েছে তাদের নিয়ে।”

“আমরা সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলবো। আমাদের সংবিধান যেভাবে করা আছে সেই আলোকে প্রমাণ চাইবো। যিনি দিতে পারবেন তিনি পূর্ণ সদস্য হিসেবে থেকে যাবেন। আর না দিতে পারলে তাকে সহযোগী সদস্য হিসেবে নেওয়া। এবং তার কোনও ভোটাধিকার থাকবে না,” যোগ করেন জায়েদ খান।