নাম এক, কাহিনি ভিন্ন

By স্টার অনলাইন রিপোর্ট
16 February 2018, 08:17 AM
UPDATED 16 February 2018, 14:18 PM

মাহিয়া মাহি বর্তমানে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং করছেন। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক। এর প্রায় ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।

নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর অভিনীত একই নামে একটি ছবি তৈরি হয়েছিল। তবে সেই ছবির কাহিনির সঙ্গে এর কোন মিল নেই বলে জানিয়েছেন ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গল্পের মধ্যে অনেক ভাঙাগড়া রয়েছে। ছবিটিতে অনেক প্রেম রয়েছে- এটিই শুধু বলতে পারি। ভালোবাসার অন্যরকম একটি অনুভূতি পাওয়া যাবে এখানে। অনেক ভালো লাগছে ছবিটিতে কাজ করতে।”

মাহিয়া মাহির ‘পবিত্র ভালোবাসা’, ‘মন দেবো মন নেবো’, ‘তুই শুধু আমার’ এবং ‘জান্নাত’-সহ বেশকিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।