তাহসানের নায়িকার জন্য অপেক্ষা!

By স্টার অনলাইন রিপোর্ট
2 January 2018, 07:29 AM
UPDATED 3 January 2018, 12:37 PM

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির নায়কের নাম জানা গেলো অবশেষে। তিনি হলেন তাহসান খান।

এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। ছবিতে তাঁকে দেখা যাবে ফয়সাল চরিত্রে। তাঁর বিপরীতে থাকছেন কলকাতার একজন জনপ্রিয় নায়িকা। আগামী কয়েকদিনের মধ্যে তাঁর নাম ঘোষণা করা হবে। তাই এখন তাহসানের নায়িকার জন্য ভক্তদের অপেক্ষা।

আগামী ৫ জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে রাজের সঙ্গে একটি মাত্র নাটকে কাজ করেছি। এবার তাঁর ‘যদি একদিন’ ছবিতে কাজ করতে যাচ্ছি। ছবির গল্পটি আমার পছন্দ হয়েছে। চরিত্রটিও বেশ মজার। নতুন একটা অভিজ্ঞতা হবে।”

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “চরিত্রটির জন্য তাহসান ভাই আমার প্রথম পছন্দ। তাঁকে পেয়ে ভালো লাগছে। গল্পটি লেখার সময় যা ভেবেছি তাতে তাঁকেই আমার যুৎসই মনে হয়েছে।”

‘যদি একদিন’-এর গল্প যৌথভাবে লিখেছেন রাজ ও আসাদ জামান। এটি পরিচালকের পঞ্চম ছবি।