রোমিও তাসকিন

By স্টার অনলাইন রিপোর্ট
18 December 2017, 09:48 AM
UPDATED 18 December 2017, 15:58 PM

‘ঢাকা অ্যাটাক’ ছবির নীল চোখের খলনায়ক জিসানকে কী মনে পড়ে? তাঁর আসল নাম তাসকিন রহমান। সেই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে আলোচিত হয়েছিলেন তিনি। ছবিটিতে তাঁর অভিনয় বেশ আলোচিত হয়েছিলেন। অভিনয়ের জাদু এবং নতুন ম্যানারিজম দিয়ে তিনি জয় করেছিলেন দর্শকদের মন।

এবার পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন। ছবিতে জেমি চরিত্রে দেখা যাবে ‘জিসান’-কে।

ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবির চরিত্রটি তাসকিনকে ভেবেই লিখেছি। তাঁর মতো সুদর্শন ও দেখতে ‘রাফ অ্যান্ড টাফ’ একজনকে প্রয়োজন ছিলো রোমিও ধাঁচের চরিত্রটির জন্যে। আশা করছি, এবারও দর্শকদের মন জয় করবেন তিনি।”

এর আগে রাজ ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’ ও ‘সম্রাট’ নামে চারটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর পঞ্চম ছবিতে অভিনয়ের জন্য আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় আসবেন তাসকিন রহমান।