জন্মদিনে কোনো আয়োজন নেই: শাবনূর

By স্টার অনলাইন রিপোর্ট
17 December 2017, 08:15 AM
UPDATED 17 December 2017, 16:37 PM

বাংলা সিনেমার নন্দিত নায়িকা শাবনূরের জন্মদিন আজ (১৭ ডিসেম্বর)। প্রয়াত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আলোচিত এই অভিনেত্রীর।

এরপর, জহিরুল হকের ‘তুমি আমার’ ছবিতে প্রয়াত অভিনেতা সালমান শাহর সঙ্গে অভিনয়ের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে শাবনূর পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই তাঁর। কারণ, তাঁর মা বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন। মাকে ছাড়া নিজের জন্মদিন উদযাপনের কোনো আগ্রহ নেই শাবনূরের।

দ্য ডেইলি স্টার অনলাইনকে আজ সকালে শাবনূর বলেন, “গত বছর অস্ট্রেলিয়ায় পরিবারের সব সদস্য মিলে জন্মদিন উদযাপন করেছি। এবার এখানে কেউ নেই। তাই জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনাও নেই।”

“তা ছাড়া কিছুদিন আগে আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। এখনও পুরোপুরি সুস্থ হইনি। সব মিলিয়ে জন্মদিনে কোনো আয়োজন করছি না,” যোগ করেন ‘দুই নয়নের আলো’-খ্যাত এই অভিনেত্রী।

শাবনূরের মন্তব্য, “জীবনে যা কিছু পেয়েছি, এর সবই চলচ্চিত্র থেকে পেয়েছি। তাই, চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই।”