নতুন পরিচয়ে সোহানা সাবা

By স্টার অনলাইন রিপোর্ট
3 December 2017, 07:57 AM
UPDATED 3 December 2017, 14:29 PM

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা রেডিও টুডেতে শুরু করেছেন নতুন একটি অনুষ্ঠান। ‘সাবা’স কনফেশন বক্স’ নামে এই অনুষ্ঠানের উপস্থাপনাতেও থাকছেন তিনি। এতে হতাশ মানুষদের উৎসাহ দেওয়ার পাশাপাশি মানসিক সমর্থন দেওয়া হবে।

সোহানা সাবা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “হতাশ মানুষেরা অনেক সময় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। নানা ধরনের বাজে অভ্যাস তৈরি হয় তাদের মধ্যে। এই সময় মানসিকভাবে সমর্থন দিলে তারা আবার সাহস নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন।”

অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত প্রচারিত হচ্ছে।

এর পাশাপাশি সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন সোহানা সাবা।