জয়া আহসান কবির স্ত্রী!

By স্টার অনলাইন রিপোর্ট
28 November 2017, 10:11 AM
UPDATED 29 November 2017, 11:34 AM

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্যের চরিত্রে। সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ঝরা পালক’ শিরোনামের ছবিটির শুটিং শুরু হয়েছে কলকাতায়। এই ছবিতেই জয়াকে দেখা যাবে কবির স্ত্রীর নাম ভূমিকায়।

এ বিষয়ে জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটিতে ‘লাবণ্য’ আমার স্বপ্নের চরিত্র। অভিনেতাদের কিছু কিছু স্বপ্নের চরিত্র থাকে। আমার জন্যে তেমনি একটি চরিত্র এটি। তাই খুব ভাল লাগছে ‘ঝরা পালক’-এ কাজটা করতে।”

জীবনানন্দের নাম উঠলেই তাঁর সৃষ্ট চরিত্র ‘বনলতা সেন’-এর কথা উঠে আসে। তবে, এ ছবিটিতে তেমন কোনও চরিত্র নেই, জানান জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

এদিকে, জীবনানন্দ দাশের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু ও রাহুল। কবির বিভিন্ন লেখা পড়ে ও গবেষণা করে ‘ঝরা পালক’-এর চিত্রনাট্যটি তৈরি করেছেন পরিচালক নিজেই।

উল্লেখ্য, জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ ছবিটি সম্প্রতি ভারতের গোয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।