[ভিডিও] পরীমণির ‘ছোট ছোট কিছু আশা’

By স্টার অনলাইন রিপোর্ট
27 November 2017, 11:09 AM
UPDATED 27 November 2017, 17:26 PM

পরীমণি অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবির প্রথম গান ‘ছোট ছোট কিছু আশা’ প্রকাশিত হয়েছে ইউটিউবে। এসআই টুটুল ও ন্যান্সির গাওয়া গানটির সুর-সংগীত করেছেন আলী আকরাম শুভ।

‘অন্তর জ্বালা’-য় তৃতীয়বারের মতো জুটি হয়েছেন জায়েদ খান ও পরীমনি। এতে আরো অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।

মালেক আফসারী পরিচালিত এ ছবিটি আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

‘এই ঘর এই সংসার’-খ্যাত পরিচালক মালেক আফসারি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “প্রয়াত নায়ক মান্নার এক পাগল ভক্তকে কেন্দ্র করে ‘অন্তর জ্বালা’-র গল্প রচনা করা হয়েছে।”

এখন পর্যন্ত ছবিটিকে ১৭৫টি হলে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হল সংখ্যা আরও বাড়তে পারে বলেও পরিচালক জানান।

‘অন্তর জ্বালা’ পরিবেশনা করছে নায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি কথাচিত্র।