শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ শাকিব খান

By স্টার অনলাইন রিপোর্ট
21 November 2017, 10:10 AM
UPDATED 21 November 2017, 17:22 PM

এবার কলকাতার নায়িকা শ্রাবন্তীর ‘বয়ফ্রেন্ড’ হচ্ছেন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। তবে সেটি বাস্তবে নয়, ছবির গল্পে।

যৌথ প্রযোজিত ‘শিকারী’ ছবির সফলতার পর এবার দ্বিতীয়বারের মতো তাঁদেরকে একসঙ্গে দেখা যাবে নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’-এ।

দ্য ডেইলি স্টার অনলাইনকে সংবাদটি নিশ্চিত করে শাকিব খান বলেন, “আজ (২১ নভেম্বর) দুপুরে ‘বয়ফ্রেন্ড’ ছবিটিতে চুক্তিবদ্ধ হলাম। আমার বিপরীতে অভিনয় করবেন কলকাতার শ্রাবন্তী। ছবিটিতে নবাগত একজন নায়িকা থাকবেন। তবে তাঁর নাম পরে জানাবো।”

বেশ কয়েকটি দেশে ছবিটির শুটিং হবে বলেও জানান শাকিব খান।

‘বয়ফ্রেন্ড’ ছবিটি নির্মিত হবে শাপলা মিডিয়ার প্রযোজনায়।

এছাড়াও, আজ সন্ধ্যায় ঢাকায় একটি অভিজাত হোটেলে ‘নোলক’ শিরোনামের একটি ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাকিব খান। রাশদ রাহা পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন ববি।