দুবার নিষিদ্ধ নিপুণের চলচ্চিত্র

By স্টার অনলাইন রিপোর্ট
16 November 2017, 08:18 AM
UPDATED 16 November 2017, 14:40 PM

সেন্সর বোর্ডে পরপর দুবার নিষিদ্ধ হলো নিপুণ অভিনীত ছবি ‘ধূসর কুয়াশা’। গত জুলাই মাসে সেন্সর বোর্ডে জমা পড়েছিল অভিনেত্রী নিপুণের এই ছবিটি।

প্রথমে সেন্সর বোর্ডের আপত্তির প্রেক্ষিতে নির্মাতা উত্তম আকাশ কিছু দৃশ্য কর্তন ও পরিমার্জন করে ছবিটি ফের জমা দিয়েছিলেন। দ্বিতীয়বার দেখার পর ছবিটি বাতিল বা নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর বোর্ড।

বোর্ডের সদস্য মুন্সী জালালউদ্দিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “চলচ্চিত্রটির গল্পের বিস্তার অসংলগ্ন। প্রথমবার ছবিটি দেখার পর কিছু সংশোধনী দেওয়া হলেও সেগুলো ঠিক মতো মানেননি পরিচালক।”

বেশিরভাগ ত্রুটি রেখেই পরিচালক দ্বিতীয়বার ছবিটি জমা দেন বলে উল্লেখ করেন জালালউদ্দিন বলেন, “তাই সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটিকে বাতিল করেছেন।”

ছবির প্রযোজক ও ‘ধূসর কুয়াশা’ ছবির নায়ক মুন্না আপিল বোর্ডর দ্বারস্থ হতে পারেন বলে জানা গেছে।