দেশ-বিদেশের ৮১ সিনেমা হলে ফারুকীর ‘ডুব’

By স্টার অনলাইন রিপোর্ট
27 October 2017, 04:54 AM
UPDATED 28 October 2017, 11:31 AM

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র “ডুব” মুক্তি পাচ্ছে আজ (২৭ অক্টোবর)। প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায় মুক্তি দেওয়া হচ্ছে ছবিটি।

“ডুব”-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছে, “প্রাথমিকভাবে তিনটি দেশের মোট ৮১টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও শীঘ্র আমেরিকা, ফ্রান্স, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে ছবিটি মুক্তি দেওয়া হবে।”

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রথম সপ্তাহে বাংলাদেশে ৩৯টি, ভারতে ৩৪টি এবং অস্ট্রেলিয়ায় আটটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে “ডুব”।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত “ডুব” ছবিতে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান ও কলকাতার পার্নো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি কলকাতার এসকে মুভিজ ছবিটি প্রযোজনা করেছে। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন ইরফান খান।

নন্দিত লেখক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে “ডুব” নির্মিত হয়েছে বলে এক দাবির প্রেক্ষিতে ছবিটি নিয়ে আপত্তি জানিয়েছিলেন হুমায়ূন-পত্নী মেহের আফরোজ শাওন। যদিও তাঁর এই আপত্তি টেকেনি। তথ্য মন্ত্রণালয় ও সেন্সরবোর্ড বিভিন্ন রকম যাচাই-বাছাই শেষে গত ৮ আগস্ট ছবিটির ছাড়পত্র দেয়।