কলকাতার কোয়েস্ট মলের পর্দায় ‘ডুব’ এর প্রিমিয়ার

By কলকাতা প্রতিনিধি
24 October 2017, 10:18 AM
UPDATED 24 October 2017, 16:39 PM

কলকাতার ৩৩ আমির আলি অ্যাভিনিউয়ের লেভেল ফোরের কোয়েস্ট মলের আইনক্স প্রেক্ষাগৃহে “ডুব” ছবির প্রিমিয়ার হতে যাচ্ছে – দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

এদিকে “ডুব” চলচ্চিত্র কোন কোন প্রেক্ষাগৃহে দেখানো হবে সেটি নিয়ে চূড়ান্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবির পরিচালক। মঙ্গলবার সকালে পরিচালকের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, “এখন অন্যান্য কাজের পাশাপাশি আমরা হল লিস্ট তৈরি করছি। আশা করি, আজ রাতে বা কালকের মাঝে বাংলাদেশ-ভারত-ওভারসিজ মিলিয়ে একটা কম্বাইন্ড লিস্ট দিতে পারবো।”

তিনি আরও লিখেন, “আর মাত্র দুই দিন বাদে (২৬ অক্টোবর) ডুব হাজির হবে আপনাদের সামনে। এই ফাঁকে শীত শীত ভাবের আগমন বেশ সময়োপযোগী মনে হচ্ছে। ঝিম মেরে গল্প পোহাইতে গেলে তো শীত শীত ভাবের উপস্থিতি একান্তই কাম্য।”

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা ও পার্ণো মিত্র এবং ছবির প্রযোজকগণ প্রিমিয়ারে যোগ দিবেন বলে জানা যায়।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর ছবির পরিচালক ফারুকী তাঁর ফেসবুকে জানিয়েছিলেন ঢাকার পরিবর্তে “ডুব” ছবির প্রিমিয়ার হবে কলকাতায়। ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতসহ বেশ কয়েকটি দেশে এক যোগে মুক্তি পাবে বহুল আলোচিত “ডুব” চলচ্চিত্রটি।

 

আরও পড়ুন:

‘ডুব’-এর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায় নয়, কলকাতায়