জন্মদিনে পথ-শিশুদের সঙ্গে সময় কাটাবেন পরীমণি

By স্টার অনলাইন রিপোর্ট
23 October 2017, 10:14 AM
UPDATED 23 October 2017, 16:49 PM

সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আগামীকাল (২৪ অক্টোবর)। সেদিন বেশ কিছু সময় তিনি থাকবেন পথ-শিশুদের সঙ্গে।

সন্ধ্যায় কাছের মানুষ ও বন্ধুদের নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে জন্মদিন উদযাপন করবেন পরীমণি। আমন্ত্রিত অতিথিদের নীল কিংবা সাদা রঙের পোশাক পরে আসতে অনুরোধ করেছেন তিনি।

পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “কাছের মানুষদের নিয়ে সন্ধ্যাটি উদযাপন করতে চাই। আমার নাম যেহেতু পরী, তাই সবাইকে নীল বা সাদা পোশাকের কথা বলেছি। পরীরাতো নীল আর সাদা হয়!”

“ভালোবাসা সীমাহীন”-এর অভিনেত্রী আরও বলেন, “দিনের বেলা রাজধানীর একটি পথ-শিশু কেন্দ্রে সময় কাটাবো। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেব।”