সুপার লিগ খেলছেন না তামিম

By ক্রীড়া প্রতিবেদক
17 June 2021, 10:30 AM
UPDATED 17 June 2021, 16:33 PM

পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকলেও দলটি সুপার লিগের আগে পেল খারাপ খবর। দলের সেরা তারকা তামিম চোটের কারণে খেলছেন না সুপার লিগে।

শনিবার (১৯ জুন) থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের খেলা। কিন্তু বৃহস্পতিবার তামিম গণমাধ্যমকে জানান তার খেলা হচ্ছে না গুরুত্বপূর্ণ এই রাউন্ডে। 

অডিও বার্তার তামিম জানান পায়ে ব্যথার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে,  ‘গত কয়েকটা ম্যাচ থেকে আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল। আমি খুব ভুগছিলাম ফিল্ডিং করতে। রানিং বিটুইন দ্য উইকেটেও।  আমি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিয়েছি। ফিজিওর সঙ্গে কথা বলেছি। তাদের মতে আমার এখন না খেলাই ভালো হবে। আমার এখন পর্যাপ্ত বিশ্রাম দরকার। পুনর্বাসনেরও দরকার। কারণ যেহেতু আমার জিম্বাবুয়ে সিরিজ আছে, আন্তর্জাতিক সিরিজে অগ্রাধিকার অবশ্যই বেশি।’

‘আন্তর্জাতিক ম্যাচের আগে আমাকে বেশ ভাল হতে হবে। জিম্বাবুয়েতে টেস্টের আগে আমি আশা করি সেরে উঠব। ওটা করার জন্য যা যা করা দরকার তা করব।’

চোটের কারণে সরে গেলেও বৃহস্পতিবার সকালেও খেলতে দেখা গেছে তামিমকে। এদিন তিনি ১৩ বলে করেন ৯ রান। সব মিলিয়ে এবারের আসরে ১১ ম্যাচ খেলে ১১৩.৭৫ স্ট্রাইকরেটে ৩০৬ রান করেছেন তামিম।

টুর্নামেন্ট শেষ করে প্রাইম ব্যাংকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক,  ‘আর প্রাইম ব্যাংকে খেলতে পেরে আমি আনন্দিত। আমি বেশ কয়েকটা দলে খেলেছি। প্রাইম ব্যাংক পেশাদার। আমি তানজিল ভাইকে বলেছি, বলার সঙ্গে সঙ্গেই উনি বলেছেন মেডিকেল স্টাফ যেটা বলেন সেটাই যেন করি। আমি প্রাইমকে ধন্যবাদ জানাই।’