প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করলেন মিজান

By ক্রীড়া প্রতিবেদক
17 June 2021, 05:21 AM
UPDATED 17 June 2021, 12:24 PM

ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন, খেলছিলেন দারুণ কার্যকর সব ইনিংস। ছন্দে থাকা মিজানুর রহমান এবার দেখালেন নিজের সেরাটা। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে করলেন প্রথম সেঞ্চুরি।

সালাউদ্দিন শাকিলের বল মিড উইকেটের দিকে ঠেলে দিয়েই দুহাত উঁচিয়ে ধরলেন মিজান। ব্রাদার্স অধিনায়ক পেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম শতক। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতেও এমন ঘটনা দেখা গেল প্রথমবার।

বৃহস্পতিবার বিকেএসপিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরিতে পৌঁছাতে ৬৫ বল খেলেছেন ডানহাতি মিজান। মেরেছেন ১৩ চার আর ৩ ছক্কা।

মিজানের সেঞ্চুরির পরও বৃষ্টিতে বন্ধ হয়ে যায় বিকেএসপির এই ম্যাচ। আগে ব্যাট করতে নামা ব্রাদার্সের রান তখন ২ উইকেটে ১৩৩। এরপর ভেজা মাঠে খেলা সম্ভব না হওয়ায় ম্যাচ হয়ে যায় পরিত্যাক্ত।  

তবে পরিত্যাক্ত হলেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে মিজানের জন্য। দারুণ সেঞ্চুরিতে সবার উপরে উঠে গেলেন তিনি।এবারের লিগে এর আগে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেছিলেন আবাহনী লিমিটেডের মুনিম শাহরিয়ার। তাকে ছাড়িয়ে সেঞ্চুরি করে লিগে চারশো রানও ছাড়িয়ে গেছেন ব্রাদার্স অধিনায়ক।

জসিমউদ্দিনকে নিয়ে ইনিংস ওপেন করতে নামেন মিজান। জসিমউদ্দিন ফেরেন মাত্র ১ রান করে। এরপর জাহিদুজ্জামানকে নিয়ে ছুটে চলে যার পথচলা।

প্রায় প্রতি ওভারের মারতে থাকেন বড় শট। পুল, স্লগ সুইপ, প্রথাগত কাভার ড্রাইভেই বাড়াতে থাকেন তারা। পেসার সালাউদ্দিনের উপর দিয়েই বইয়েছেন বেশি ঝড়। তার এক ওভারেই মেরেছেন চার বাউন্ডারি। ৩১ বলে প্রথম ফিফটি তুলা মিজান  পরের ফিফটি করতে লাগান ৩৪ বল।

তবে সেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন আরও দ্রুত। এক পর্যায়ে ৫৩ বলে তার রান ছিল ৮৮। এরপর হয়ত সেঞ্চুরির চিন্তাতেই কিছুটা মন্থর হয়ে পড়ে তার ব্যাট। পরে প্রতি বলে বলে রান নিয়ে স্পর্শ করেন তিন অঙ্ক।