সরাসরি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ

By ক্রীড়া প্রতিবেদক
16 June 2021, 08:16 AM
UPDATED 16 June 2021, 16:27 PM

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে গ্রুপের তলানিতে থেকেও বড় এক সুখবর পেল বাংলাদেশ। আগামী ২০২৩ এশিয়ান কাপের মূল বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।

বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৫তম দল হিসেবে মূল বাছাইপর্বে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আগের নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে খেলতে হলে প্লে-অফ রাউন্ড খেলে যেতে হতো। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস মহামারির কারণেই হয়তো নিয়মে আনা হয়েছে কিছুটা বদল। আর নতুন নিয়মে, সবগুলো গ্রুপ থেকে তিনটি সেরা পঞ্চম দলকে দেওয়া হচ্ছে এই সুযোগ। তাতে বাছাইপর্বে আট ম্যাচে দুটি ড্র নিয়ে বাংলাদেশ তৃতীয় সেরা পঞ্চম দল হয়ে পাচ্ছে এই সুযোগ।

বিবৃতিতে এএফসি জানায়, ‘স্বাগতিক চীন, এশিয়ান চ্যাম্পিয়ন কাতারসহ এশিয়া কাপে এরই মধ্যে ১৩টি দল সরাসরি অংশ নেওয়া নিশ্চিত করেছে।’

বাকি ২৪ দল খেলবে বাছাইপর্ব। সেখানে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছে জেমি ডের শিষ্যরা।