ইছামতি ফিরতে পারবে আগের চেহারায়?

By স্টার অন দ্য স্পট
11 June 2021, 14:25 PM
UPDATED 11 June 2021, 20:30 PM

পদ্মা এবং ইছামতির সংযোগস্থলে নদীর পানির বদলে চোখে পড়বে ইটভাটা, বসতবাড়ি আর দিগন্ত জোড়া ফসলের খেত। একসময় এই নদীতে বজরায় চড়ে কবিগুরু শিলাইদহ থেকে যেতেন শাহজাদপুরের কুঠিবাড়িতে। পাবনার এই অংশে ইছামতির পানির উৎস পদ্মা বেদখলে মৃত প্রায়। যার প্রভাবে স্রোতস্বিনী ইছামতি এখন মরা খাল।

দ্য ডেইলি স্টার রিপোর্টার আহমেদ হুমায়ুন কবির গিয়েছিলেন পদ্মা ও ইছামতি নদীর সংযোগস্থলে, তার অভিজ্ঞতার ভিত্তিতে আজকের স্টার অন দ্য স্পট।