‘দ্য স্টার্টআপ ওয়াইফ’ নিয়ে হে ফেস্টিভ্যালের আয়োজনে তাহমিমা আনাম

By স্টার অনলাইন রিপোর্ট
3 June 2021, 15:28 PM
UPDATED 3 June 2021, 21:33 PM

দ্য বোনস অব গ্রেস (ডেইলি স্টার বুকস, ২০১৬) প্রকাশের পাঁচ বছর পর বেঙ্গল ট্রিলজির লেখক তাহমিমা আনামের চতুর্থ উপন্যাস দ্য স্টার্টআপ ওয়াইফ (ক্যানোনগেট, ২০২১) এই সপ্তাহে প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায় তাহমিমা আনাম আন্তর্জাতিক সাহিত্য উৎসব হে ফেস্টিভ্যালের একটি সেশনে সাংবাদিক জর্জিনা গডউইনের সঙ্গে বইটি নিয়ে আলোচনা করেন।

তার আগের উপন্যাসগুলোর ঐতিহাসিক ঘটনাবলী, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ে একটি পরিবারের তিন প্রজন্মকে নিয়ে লেখা হয়েছিল তার থেকে ভিন্ন পটভূমিতে লেখা দ্য স্টার্টআপ ওয়াইফ

এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আশা রায় এমআইটি থেকে ডিগ্রিপ্রাপ্ত একজন কোডার। সে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব নিয়ে স্বপ্ন দেখে। হাইস্কুলে আশা যাকে নিয়ে প্রেমের স্বপ্নে বিভোর থাকত একদিন অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে দেখা হওয়ার পর দুজনেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেন। নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে লেখা এই উপন্যাসে লেখক তাহমিমা আনাম এমন একটি গল্প তুলে ধরেছেন যেখানে প্রযুক্তি ও প্রেমের অনন্য দিকটি ফুটে ওঠে।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আমি বইটির পেছনের গল্প, আমার অনুপ্রেরণা, কীভাবে এটি লেখার চিন্তা করেছি এবং কীভাবে আমি এই উপন্যাসটি দিয়ে মানুষকে হাসাতে (এবং ভাবাতে) চাই সেসব নিয়ে কথা বলার অপেক্ষায় আছি।’

প্রতিবছর অনুষ্ঠিত হওয়া সবচেয়ে বড় আন্তর্জাতিক সাহিত্য উৎসব হে ফেস্টিভ্যাল এ বছর কোভিড-১৯ মহামারির কারণে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। সাহিত্যপ্রেমীরা বিনা খরচে নিবন্ধন করে উৎসবের আয়োজনগুলোতে অংশ নিতে পারছেন।

তাহমিমা আনাম ছাড়াও আজকের অনুষ্ঠানে দ্য হাউজ অব স্পিরিটস এর লেখক ইসাবেল অ্যালেন্ড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, দ্য হেট ইউ গিভ এর লেখক অ্যাঞ্জি টমাস, দ্য শ্যাডো কিং এর লেখক মাজা মেনগিস্তে প্রমুখ উপস্থিত ছিলেন।

তাহমিমা আনাম জানান, ‘আমি নোম চমস্কির সঙ্গে সেশনের প্রত্যাশায় আছি।’