শ্যামনগরে বাঁধ উপচে ঢুকছে জোয়ারের পানি, জলোচ্ছ্বাসের আতঙ্ক

By নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা
26 May 2021, 04:55 AM
UPDATED 26 May 2021, 10:57 AM

অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সাতটি স্থানের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে। আজ বুধবার সকালে গাবুরা এলাকা ঘুরে এ অবস্থা দেখা যায়।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত বড় ধরনের সমস্যা হয়নি। তবে গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, কৈখালী, রমজাননগর, কাশিমাড়ি ও পদ্মপুকুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৪৩টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের শাখা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘জোয়ারের পানি যেন প্রবেশ করতে না পারে সে জন্য রাত থেকেই গ্রামবাসীরা মাটি ফেলছেন। এখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া বাড়ছে।’

আতাউল হক আরও বলেন, ‘আজ সকাল পর্যন্ত ১০৩টি পরিবার সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। মানুষের ভেতরে জলোচ্ছ্বাসের আতঙ্ক কাজ করছে।’