ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড অজয় দেবগানের ‘ময়দান’র সেট

By স্টার অনলাইন ডেস্ক
22 May 2021, 08:54 AM
UPDATED 22 May 2021, 14:58 PM

বলিউড অভিনেতা অজয় দেবগানের ‘ময়দান’ সিনেমার সেট সম্প্রতি লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় তাউকতের তাণ্ডবে।

একটি স্টেডিয়াম সদৃশ সেট নির্মাণ করা হয়েছিল সিনেমার শুটিংয়ের জন্য। সেটি আবার নতুন করে তৈরি করতে খরচ হচ্ছে ৩০ কোটি টাকা।

গতকাল শুক্রবার জি নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী নিয়ে ‘ময়দান’ সিনেমাটি তৈরি হচ্ছে।

এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে অবদান রাখেন আব্দুল রহিম। আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগান। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়ামণি।

‘ময়দান’ সিনেমার প্রযোজক বনি কাপুর ও পরিচালক অমিত শর্মার পরিকল্পনা ছিল আগামী ৩১ মে থেকে লকডাউন শিথিল হলে তারা শুটিং শেষ করবেন। কিন্তু সেট ভেঙে যাওয়ায় তা আর হলো না।