উন্নয়ন মানেই কি প্রকৃতি ধ্বংস?

By স্টার কানেক্টস
11 May 2021, 15:26 PM
UPDATED 2 July 2021, 18:27 PM

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের অংশ হিসেবে গাছ কাটা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। জনমনে প্রশ্ন উঠছে, পশু-পাখি-গাছপালা ধ্বংস করেই কি স্থাপনা নির্মাণ করতে হবে? পৃথিবীর উন্নত শহরগুলোর মতো প্রকৃতিকে সঙ্গে নিয়ে ঢাকার উন্নয়ন হচ্ছে না কেন? নগর কর্তৃপক্ষ কিংবা সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো আসলেই কতটা প্রকৃতি এবং মানুষের কথা ভেবে করা হচ্ছে?

আজকের স্টার কানেক্টসে যুক্ত হচ্ছেন দেশবরেণ্য স্থপতি রফিক আজম।