তসলিমা নাসরিন করোনা আক্রান্ত

By স্টার অনলাইন রিপোর্ট
9 May 2021, 17:27 PM
UPDATED 9 May 2021, 23:34 PM

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তসলিমা দাবি করেছেন, তিনি গত বছরের মার্চ মাস থেকে ঘরে একা আছেন এবং গত এক বছরে শুধু একবার (দু’মাস আগে) করোনা টিকার প্রথম ডোজ নিতে এক ঘণ্টার জন্য তিনি বাইরে বের হয়েছিলেন।

করোনা মহামারির পুরো সময়টাতে কাউকে ঘরে ঢুকতে দেননি বলে পোস্টে উল্লেখ করেছেন তসলিমা।

বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।